• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উদ্যোক্তাদের কল্যাণে নানান কর্মসূচি নিয়ে কাজ করছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন 

     dailybangla 
    13th Sep 2024 11:29 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। অল্প কিছু দিনের মধ্যেই আত্মপ্রকাশের পরপর পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন তাদের সুসংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে। ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্প নামে সারাদেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে।

    বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা। নানা ইতিহাস ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে ঢাকা জেলা। সে জেলার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে গতকাল শুক্রবার বিকাল ৪টায় সম্ভাবনাময়ী উদ্যোক্তাদের ব্যবসার পরিকল্পনাসহ নানামুখী দিক নির্দেশনা দিয়ে তাদের পাশে থেকে কাজ করছে। সে উপযোগী হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ-এর মাধ্যমে ফ্রি প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করেছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবিজ ডিজিটালের সিওও আসিফ নেওয়াজ। এ সময় জেলার নানা এলাকা থেকে আসা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে ২০ জন উদ্যোক্তাকে ট্রেনিং করানো হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক উদ্যোক্তাকে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন- এর পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে-এর অধ্যক্ষ নিজাম উদ্দীন, মহাসচিব সেলিম মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ইকরামুল হক ভূইয়া এবং অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সংগঠনটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব। এ সময় সংগঠনের চেয়ারম্যান জানায়, শিক্ষিত তরুণ মেধাবীরা যাতে অন্ধকারে চলে না যায়, জড়ে না পড়ে। তাদের দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। তাদের মতো তরুণ মেধাবী উদ্যোক্তাদের জন্যই পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন নিয়ে এসেছে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’। এ প্রশিক্ষণটির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

    আমাদের এ ফাউন্ডেশন-এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছি। ঢাকাসহ ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন-এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পূর্ণ করবো। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে তাদের ছেড়ে দেই না, সব সময় তাদের খবরা-খবর রাখি। তাদের বিপদে-আপদে সংগঠনের মাধ্যমে পাশে থাকি। এছাড়া আরো প্রকল্প হাতে নিচ্ছে সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং-এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031