• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫: স্বপ্নবাজদের সাফল্যে বর্ণিল রাত 

     dailybangla 
    25th Oct 2025 6:07 pm  |  অনলাইন সংস্করণ

    সাফল্যের স্বীকৃতিতে ঝলমলে যারা

    হৃদয় খান: বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা ও নতুন ব্যবসায়িক সম্ভাবনাকে সম্মান জানাতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫।

    রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে লাবন্য মিডিয়া হাউজ আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নেয় দেশের গুণীজনদের মিলনমেলায়। দেশের ব্যবসা, সংস্কৃতি, চলচ্চিত্র, শিক্ষা, প্রযুক্তি, গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে অসামান্য অবদান রাখা শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এদিন সম্মাননা প্রদান করা হয়, যা মঞ্চ জুড়ে ছিল আনন্দ, আবেগ ও স্বীকৃতির অনন্য সমন্বয়।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাবন্য মিডিয়া হাউজের চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আগত ওয়াল স্টিট স্টক ও অপশনের প্রধান অর্থ কর্মকর্তা মো. জহিরুল আলম, শামীম টেক এন্ড টেক্সটাইলের চেয়ারম্যান প্রকৌশলী মো. শামীম হোসাইন, দীনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান আহমেদ ও পরিচালক মো. নাজিম উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী, ইজিকোর হেড অব মার্কেটিং ও অভিনেতা রাফা নাঈম, জাজ মাল্টিমিডিয়ার সিইও মো. আলিম উল্লাহ খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী, অভিনেতা ও প্রযোজক মো. শাহ আলম সিকদার, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু নাসের মজুমদার, আয়কর আইনজীবী মো. আমির হোসেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আইটি প্রধান প্রকৌশলী মো. মনজুরুল আলম, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার ভাইস প্রেসিডেন্ট কায়সার হামিদ হান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, নাট্যকার বিদ্যুৎ রায়, নির্মাতা মাইদুল রাকিবসহ বিশিষ্ট জনরা।

    এছাড়াও উপস্থিত ছিলেন—ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডন বসকো স্কুল ইন্টারন্যাশনালের অধ্যক্ষ শামসুন নাহার লস্কর, ফ্যাশন কোরিওগ্রাফার এডলফ খান, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, চিত্রনায়িকা আঁখি চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক শিবলী আহমেদ, অভিনেতা বি এম আজাদ, নৃত্যপরিচালক ইউসুফ খান, সঙ্গীতশিল্পী তামান্না হক, আক্তার রিয়া, শিলা মল্লিক, শামান্তা শাহীন, ফেরদৌস লুৎফুল বারী, নৃত্যশিল্পী ও মডেল প্রিন্স চৌধুরী, আমেনা পারভীন রুপা, তন্ময়, তানজু, জান্নাতুল ফেরদৌস জান্নাত, রেমন সেন সূর্য, অভিনেত্রী ও মডেল সাবরিনা সুইটি, সোনিয়া পারভীন, অদিথী রহমান জিদনী, সামিয়া ইসলাম, তাহানি শামস নাওমি, আবরার এশাল, তানিয়া ইসলাম, বিউটি এক্সপার্ট আনিসা আক্তার, সাংবাদিক আবু সাঈদ মো. মাসুম, রোমান রয়, শাহিন শুভ (চ্যানেল ২৪), উপস্থাপক শ্রেয়া রায় (কালের কণ্ঠ), প্রহেলিকা খান (আলফা আই), জামাল শিকদার (দৈনিক নিরপেক্ষ), শাহীন আলম জয়, সমাজসেবক আরাফাত হিমেল এবং আরও অনেকে।

    অনুষ্ঠানে বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে বাংলাদেশ প্রতিদিন, যা আয়োজনে নতুন গৌরবের মাত্রা যুক্ত করে।

    স্বপ্নবাজ উদ্যোক্তা, সংগীত-নাট্য ও চলচ্চিত্রের কৃতি তারকা, গণমাধ্যমকর্মী, প্রযুক্তি-শিক্ষা-ব্যবসার পথিকৃত—সবার কৃতিত্ব এক মঞ্চে তুলে ধরার এই আয়োজন ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী, সমৃদ্ধ এবং উদ্ভাবনী পথে এগিয়ে নিতে সামনের সারিতে কাজ করবে—এমন প্রত্যাশা করেন আয়োজকরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031