• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উপকূলীয় অঞ্চল ও নৌপথে জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করলো কোস্ট গার্ড 

     dailybangla 
    18th Jun 2025 7:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় অঞ্চল ও নৌপথে ২৪ ঘন্টা সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১ চালু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    বুধবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

    তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড এখন থেকে জরুরি সেবার জন্য চালু করেছে হটলাইন নম্বর ১৬১১১। এই হটলাইন নম্বরের মাধ্যমে এখন থেকে দেশের উপকূলীয় অঞ্চলের যে কোনো নাগরিক জরুরি মুহূর্তে সরাসরি কোস্ট গার্ডের সহায়তা নিতে পারবেন।

    দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, সমুদ্রবন্দরের নিরাপত্তা প্রদান, প্রাকৃতিক দূর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা এবং তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষা, উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধসহ নানা অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এই নম্বর কার্যকর ভূমিকা রাখবে।

    পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দুর্ঘটনা বা দুর্যোগকালীন মুহূর্তে উদ্ধার কার্যক্রমকে আরও দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে ১৬১১১ নম্বরটি চালু করা হয়েছে। এই হটলাইন নম্বর ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিন সক্রিয় থাকবে। তথ্য প্রদানকারী বা সহায়তা প্রত্যাশী নাগরিকদের আবেদন তাৎক্ষণিক সমাধানের জন্য নিকটস্থ কোস্ট গার্ড স্টেশন এবং আউটপোস্টে জানানো হবে। ফলশ্রুতিতে স্বল্প সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে এবং জনসাধারণের সাথে কোস্ট গার্ডের সম্পর্ক আরও দৃঢ় হবে।

    তিনি আরও বলেন বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের সেবায় সদা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ উপকূল ও সুরক্ষিত সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ডের টহল ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031