• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উপকূল ও সুন্দরবনের নিরাপত্তায় অনন্য ভূমিকা রাখছে কোস্ট গার্ড পশ্চিম জোন 

     dailybangla 
    29th Dec 2025 8:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা, নদীতীরবর্তী অঞ্চল এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অসামান্য ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন।

    সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, জলদস্যু ও বনদস্যু দমন, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

    তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যুবিরোধী অভিযানে ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ৪৪৮ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। পাশাপাশি ডাকাতদের হাতে জিম্মি থাকা ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট ৪৯ জন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১ হাজার ২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ ৫১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

    বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ৬০০টি ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে। এছাড়া ১ হাজার ৪০০ পিসের বেশি গেওয়া ও গড়ান কাঠ, ২টি তক্ষক, ৬২টি কচ্ছপ এবং ৩ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

    অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযানে প্রায় ১ হাজার ৪৭৩ কোটি টাকা সমমূল্যের ১২ কোটিরও বেশি মিটার নিষিদ্ধ জাল, ১২০ কোটি টাকা সমমূল্যের রেণুপোনা এবং ১৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

    উপকূলীয় অঞ্চলে মানবিক সহায়তার অংশ হিসেবে চলতি বছরে কোস্ট গার্ড পশ্চিম জোন ২ হাজারের বেশি দুস্থ ও অসহায় মানুষ এবং শিশুদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। পাশাপাশি পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ৫০০-এর বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এছাড়াও পরিবেশ ও বন রক্ষা, দুর্যোগকালীন উদ্ধার, অগ্নি নির্বাপণ, মাদকবিরোধী সচেতনতা এবং দেশপ্রেম জাগ্রতকরণে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোস্ট গার্ড পশ্চিম জোন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

    রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরকালীন নৌপথে নিরাপত্তা প্রদানসহ সুন্দরবনে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জান-মাল রক্ষা, বন্দর নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031