উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আজ (বৃহস্পতিবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপজেলা পরিষদের মাধ্যমে ১১টি জেলার ৪৪টি উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, “শুধু উদ্বোধন নয়—এটি আমাদের শিক্ষিত, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের মাইলফলক। এই লাইব্রেরিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান-আলোকের স্থায়ী সম্পদ হয়ে থাকবে।” মাত্র পাঁচ মাসে ৪৪টি লাইব্রেরির নির্মাণকাজ সম্পন্ন করতে পারায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও জানান, আঞ্চলিক বৈষম্য দূরীকরণের লক্ষ্য সামনে রেখে রংপুর বিভাগের ৮টি জেলার ৪১টি উপজেলা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি লাইব্রেরি নির্মাণে ৫৩ লাখ টাকা ব্যয় হয়েছে এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লাখ টাকা।
উপদেষ্টা বলেন, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক ও অনলাইন রিসোর্সের সুবিধা যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শেখার সুযোগ পাবে। পাশাপাশি প্রতিটি লাইব্রেরিতে ২টি করে নতুন পদ সৃষ্টির কার্যক্রম চলছে। পদ সৃজন সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনই লাইব্রেরিগুলো পরিচালনা করবে বলে তিনি জানান।
এ ছাড়া প্রতিটি লাইব্রেরিতে বই ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য ৫ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন উপদেষ্টা। তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্টরা।
বিআলো/এফএইচএস



