উপদেষ্টা আসিফ ও নাহিদের আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা
বিআলো প্রতিবেদক: সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবি মানবেন বলে আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান সমন্বয়ক রাসেল। এর আগে বিকেল ৫টা ২৫ মিনিটের যমুনায় প্রবেশ করেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
সমন্বয়ক রাসেল বলেন, ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ জার্নি করে এসেছেন। এজন্য যমুনায় আসেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। তাদের সঙ্গে আমাদের দীর্ঘ এক ঘণ্টা আলোচনা হয়েছে আমাদের। আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে মোবাইলে আমাদের কথা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের টিম আলোচনা করবে। এই দিন মূলত দাবি বাস্তবায়নের জন্য আলোচনা হবে। একই সাথে দাবি আদায়ে আমাদের আন্দোলন পরিচালিত হবে রাজধানীর শাহবাগ থেকে।
দাবি বাস্তবায়ন আলোচনার প্রতিবেদন ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন সমন্বয়ক রাসেল।
এই সমন্বয়ক আরও বলেন, এখনই আমাদের আন্দোলন স্থগিত নয়। এখান থেকে আমরা সরে এখন শাহবাগে যাবো সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কী হবে।
বিআলো/শিলি