• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় 

     dailybangla 
    22nd Mar 2025 7:07 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: উরুগুয়ের মাঠে আর্জেন্টিনাকে লড়াই করতে হয়েছে বেশ। জালের খোঁজে থাকতে হয়েছে লম্বা সময় ধরে। বিরতির পর ত্রাতা হয়ে আসলেন থিয়াগো আলমাদা। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।

    বিশ্বকাপ বাছাইপর্বে আজ সকালে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বিরতির পর একমাত্র গোলটি করেন আলমাদা। এতে বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। আগামী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট আদায় করতে পারলেই বিশ্বকাপে যাবে তারা।

    লিওনেলে মেসি ছাড়া উরুগুয়ের মাঠে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন পারেদেস। তবে সেটি সফল হয়নি। ৩৩তম মিনিটে সুযোগ পায় উরুগুয়ে। তবে জর্জিয়ান দে আরকায়েস্তার দ্রুতগতির শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।

    বিরতির পর ৪৮তম মিনিটে এগিয়ে যেতে পারত বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আলমাদার শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। তিন মিনিট পর ফেদে ভালভার্দে শট নেন। তবে সেটিও প্রতিহত হয়। ৬৮তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন আলমাদা। হুলিয়ান আলভারেস থেকে পাওয়া বল দারুণ শটে জালে পাঠান তিনি।

    পরে আর কেউ ভালো সুযোগ তৈরি করতে পারেনি। যোগ করা সময়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।

    ১৩ ম‍্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031