উৎসবমুখর ভোটে বাউফল প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী বাউফল প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের মোট ৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে চারটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। ভোট গণনা শেষে সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জলিলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অহিদুজ্জামান (ডিউক) পেয়েছেন ১৬ ভোট। অন্যদিকে সভাপতি পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন কামরুজ্জামান বাচ্চু।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জসিম উদ্দিন ও মনিরুজ্জামান হিরনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফলে ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ জসিম উদ্দিন।
সহসভাপতি পদে এবিএম মিজানুর রহমান ও মনজুর মোরশেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ৩৬ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন এবিএম মিজানুর রহমান।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
মো. খলিলুর রহমান, জিতেন রায়, আবু সুফিয়ান ও অতুল পাল।
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দায়িত্বে ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ নির্বাচন কমিশনার হিসেবে। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুন নবী এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী।
এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের কার্যক্রম আরও বস্তুনিষ্ঠ, গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বিআলো/ইমরান



