ঋতুপর্ণার খেলায় মুগ্ধ বাটলার, শোনালেন আক্ষেপ
ক্রীড়া ডেস্ক: ‘এই মেয়ের (ঋতুপর্ণা চাকমা) আরও বড় লিগে খেলার সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনক যে, বাংলাদেশে মেয়েদের লিগ হয় না। সেজন্য ভুটানের লিগে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও ভালোমানের লিগে খেলা উচিত। সে দক্ষ ও সাহসী। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগত খোলা আছে। আমি চাই সে সামনে এগিয়ে যাক, আরও বড় পর্যায়ে খেলুক। কারণ, সে এটার যোগ্য।’
যার জোড়া গোলে ইতিহাসে প্রথমবার মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ, ম্যাচ শেষে সেই ঋতুপর্ণা চাকমাকে এভাবে প্রশংসায় ভাসালেন ব্রিটিশ কোচ পিটার বাটলার।
বুধবার মিয়ানমারের ইয়াঙ্গুনে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে বাহরাইনের সঙ্গে তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় এক ম্যাচ বাকি থাকতে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
তবে তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিকে গুরুত্বহীন মনে করছেন না পিটার বাটলার, ‘আমাদের বিনয়ী হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমাদের পরের প্রতিপক্ষকে (তুর্কমেনিস্তান) সম্মান জানাতে হবে। বাহরাইন ও মিয়ানমারের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, সেভাবেই প্রস্তুতি নেব।’
আফঈদাদের সম্পর্কে পিটারের কথা, ‘সত্যি বলতে, আমার খেলোয়াড়দের পুরো কৃতিত্ব দিতে হবে। রক্ষণ তারা ভালোভাবে সামলেছে। খেলার সবচেয়ে কঠিন ও পরিশ্রমের কাজটি করেছে। তারা খুবই ভালো খেলেছে।’
জোড়া গোলদাতা ঋতুপর্ণা চাকমার কথা, ‘আমরা কষ্ট করে সারা বছর এত অনুশীলন করি। লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ জিতে কোয়ালিফাই করা। পাশে থাকার জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ।’
বিআলো/শিলি