এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া
বিনোদন ডেস্ক: অনলাইনে নিত্যনতুন ট্রেন্ডে বরাবরই সরব বলিউড তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি, গুগল জেমিনির একটি নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তিনি তার শৈশবের একটি আবেগঘন মুহূর্ত সবার সামনে তুলে ধরেছেন।
এনডিটিভি এই ট্রেন্ডে প্রথম অভিনেত্রী হিসেবে অংশ নিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তার শৈশবের একটি আবেগঘন মুহূর্তের ছবি সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী।
একটি ফ্যান পেজে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বর্তমান আলিয়া শৈশবের আলিয়াকে আলিঙ্গন করছেন। ছবির ক্যাপশনে লেখা, আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।

সেই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। সেখানে অভিনেত্রী লিখেছেন—কখনো কখনো আমাদের শুধু আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।
বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের জনপ্রিয় ‘দ্য ওয়ে আই লাভড ইউ’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবিটি পোস্ট করেছেন তিনি। এই সংযোজন তার অনুসারীর মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করেছে।
উল্লেখ্য, গুগল জেমিনির এই ট্রেন্ডের রয়েছে একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল, যার নাম হচ্ছে ন্যানো ব্যানানা। সেই টুলটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীতের সঙ্গে বর্তমানের এমন চমৎকার মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়।
বর্তমানে আলিয়া তার নতুন সিনেমা ‘আলফা’-র প্রস্তুতিতে ব্যস্ত, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এ ছাড়া সঞ্জয় লীলা বনশালির পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও তাকে দেখা যাবে, যেখানে তিনি ভিকি কৌশল এবং রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
বিআলো/শিলি