• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা 

     dailybangla 
    27th Dec 2025 11:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও মেধা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠন বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেন, জিপিএ–৫ অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্মাণে সম্ভাবনাময় নেতৃত্বের প্রতিচ্ছবি। তিনি শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

    অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।

    সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, প্রধান সম্পাদক—বিশ্ববিদ্যালয় পরিক্রমা এবং প্রকাশক ও সম্পাদক—বি. পরিক্রমা নিউজবিডি ডটকম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিক্রমা দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে গেস্ট অব অনার ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. জমিরুল আকতার (এলএলবি, ঢাকা বিশ্ববিদ্যালয়; পিএইচডি, যুক্তরাষ্ট্র)। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুশিক্ষিত ও আদর্শবান তরুণরাই একটি উন্নত রাষ্ট্র গঠনের মূল শক্তি।

    বিশেষ আলোচনায় অংশ নেন রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি—রিপোর্টার্স ইউনিটি এবং উপদেষ্টা সম্পাদক—বিশ্ববিদ্যালয় পরিক্রমা। তিনি শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, পরিচালক (IQAC) ও অধ্যাপক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মোঃ আনোয়ার হাবিব কাজল, সিনিয়র সহকারী পরিচালক, জনসংযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইঞ্জিঃ মোঃ আবেদুর রহমান, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি); কাজী সাখাওয়াত হোসেন, সদস্য সচিব, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB); মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, বিশ্ববিদ্যালয় পরিক্রমা এবং মোঃ আলতাফ হোসেন সরদার, সদস্য, কমিউনিটি অ্যাসিসটেনশন ফর রুরাল ডেভেলপমেন্ট।

    অনুষ্ঠান শেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। সার্বিকভাবে সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, উৎসবমুখর ও প্রেরণাদায়ক।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031