এইচএসসি ২০২৫: ঢাকা বোর্ডে সর্বোচ্চ পাশের হার, কুমিল্লা সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে। প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাঁচ লাখেরও বেশি ফেল করেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, আর সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশের পর বোর্ডগুলোর তুলনামূলক চিত্রে এ তথ্য উঠে আসে।
ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, যা দেশের সর্বোচ্চ। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা সবচেয়ে কম।
অন্য বোর্ডগুলোর ফলাফলে দেখা যায়-
রাজশাহী বোর্ডে ৫৯.৪০%, যশোরে ৫০.২০%, চট্টগ্রামে ৫২.৫৭%, বরিশালে ৬২.৫৭%, সিলেটে ৫১.৮৬%, দিনাজপুরে ৫৭.৪৯% এবং ময়মনসিংহে ৫১.৫৪% শিক্ষার্থী পাস করেছে।
এ বছর গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ ফেল করেছে ৪১ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী। মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
তবে উদ্বেগজনক দিক হলো- দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাশ করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৬৫টি।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও ছাত্রীদের পারফরম্যান্স এগিয়ে। ছাত্রীদের পাশের হার প্রায় ৬৩ শতাংশ, যেখানে ছাত্রদের ৫৫ শতাংশ।
গত ১০ বছরের ফলাফলে দেখা যায়, পাশের হার ধারাবাহিকভাবে কমছে। ২০১৬ সালে ছিল ৭৪.৭০%, ২০১৯ সালে ৭৩.৯৩%, ২০২১ সালে ৯৫.২৬%, ২০২৪ সালে ৭৭.৭৮%, আর ২০২৫ সালে নেমে এসেছে ৫৮.৮৩%-এ।
বিআলো/শিলি