এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক
নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বিমান দুর্ঘটনায় দগ্ধ ৪৪ জনকে বর্তমানে আমাদের ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক (ক্রিটিকাল), ১৩ জনের অবস্থা সিভিয়ার এবং বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রয়েছেন।”
অধ্যাপক নাসির উদ্দিন আরও বলেন, আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে কাউকে বিদেশে পাঠানোর মতো অবস্থা বা পরিকল্পনা নেই। তবে রোগীর অবস্থা অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে গুরুতর আহত হন অনেকে। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিআলো/এফএইচএস