• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    একই ওয়েব ফিল্মে মেজবা বাপ্পীর দুই গান 

     dailybangla 
    15th Aug 2025 4:54 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন:মেজবা বাপ্পী এই প্রজন্মের এই সময়ের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। বাংলাদেশ আর ভারতের সোনালী দিনের গান পরিবেশনায় মেজবা বাপ্পী শ্রোতা দর্শকের পছন্দের শীর্ষে থাকা এক নাম। ২০১২ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে ফাইনালিস্টে থাকা এই গায়ক বছরজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকেন শুধু গান গাওয়া নিয়েই। গানের সঙ্গেই তার নিত্য সময়ের সখ্য। গান গাইতে পারলেই যেন ভালো থাকেন তিনি। আবার মৌলিক গান প্রকাশেও মেজবার প্রবল আগ্রহ রয়েছে। এরইমধ্যে মোশাররফ করিম অভিনীত জসীম উদ্দিন মন পরিচালিত ‘অপুরুষ’ নামক একটি ওয়েব ফিল্মে মেজবা বাপ্পী দুটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেয়েছেন। একটি গানের শিরোনাম ‘উড়ো চিঠি’ আরেকটি গানের শিরোনাম ‘আঁধার রাতের পর’। দুটি গানই লিখেছেন তারই সহধর্মিনী সিলভিয়া পারভেজ। দুটি গানের সুর করেছেন মেজবা বাপ্পী। মিউজিক করেছেন তুহিন আহমেদ। এদিকে এর আগে সর্বশেষ মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কফিশপ’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শাহনাজ কাজী, সুর করেছেন মেজবা বাপ্পী। ‘সেরাকণ্ঠ’তে অংশগ্রহণ করার পর মেজবা বাপ্পীর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো তারই লেখা ও সুরে ‘রাত ভাঙ্গানোর গান’ শিরোনামের একটি গান। এটি ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিলো। যে কারণে লেজার ভিশনের প্রতি কৃতজ্ঞ মেজবা বাপ্পী।

    তবে মেজবা বাপ্পীর কণ্ঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘রাত কমলে ফোন করিস’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী ছিলেন অবন্তী সিঁথি। এ দিকে আগামীকাল ১৫ আগস্ট ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন মেজবা বাপ্পী। এতে তারসঙ্গে আরো গাইবেন আরাফাত ও স্বর্ণা। মেজবা বাপ্পী প্রথম প্লে-ব্যাক করেছেন ‘তালাশ’ সিনেমায়। সাদাত হোসাইনের লেখা ও আহমেদ হুমায়ূনের সুরে ‘সেফটিফিন’ শিরোনামের গানটি তিনিই গেয়েছেন। মেজবা বাপ্পীর গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামে। তার বাবা এবি এম টিপু সুলতান। মা মাবিয়া সুলতানা। ১৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া মেজবা বাপ্পী ২০২৩ সালের ১৬ জুন সিলভিয়া পারভেজকে বিয়ে করেন। গত ১৭ মার্চ এই দম্পতি এক কন্যার পিতা মাতা হন। কন্যার নাম রেখেছেন পূর্ণতা।

    তিন ভাই বোনের মধ্যে মেজবা বাপ্পীই বড়। তাই পরিবারের প্রতি দায়িত্বও তার একটু বেশি। আগামীদিনের পথচলা প্রসঙ্গে মেজবা বাপ্পী বলেন, এভাবেই এমন করেই গান গেয়ে যেতে চাই। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে যেতে চাই। ভালো ভালো মৌলিক গান করতে চাই। যে কারণে স্টেজ শোতে, চ্যানেলে গান গাইবার পাশাপাশি মৌলিক গানের জন্য সময় করে নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার আজকের এই সময় পর্যন্ত আসার জন্য যারা নেপথ্যে থেকে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ সকল গীতিকার সুরকারদের প্রতি।

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930