একযোগে পদোন্নতি পেলেন ১০২ এএসপি
dailybangla
27th Feb 2025 1:06 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১০২ জন সহকারী পুলিশ সুপারকে একযোগে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে ১০২ এএসপির এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিআলো/শিলি