এক্স-কে জরিমানা নিয়ে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
dailybangla
09th Dec 2025 5:37 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের আরোপিত ১৪০ মিলিয়ন ডলারের জরিমানাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অনলাইন কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ইইউ এক্স-কে বড় অঙ্কের জরিমানা করেছে, যা নিয়ে ট্রাম্প প্রশ্ন তোলেন এবং বলেন ইউরোপ “ভুল পথে হাঁটছে।”
যদিও তিনি জানান, ইলন মাস্ক তার কাছে কোনো সহায়তা চাননি। ইইউর দাবি- স্বচ্ছতার নিয়ম না মানা, গবেষকদের তথ্য না দেওয়া ও নীল টিক ব্যবস্থায় বিভ্রান্তিকর ডিজাইন ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম করেছে এক্স।
মার্কিন কর্মকর্তারাও জরিমানাকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ওপর চাপ হিসেবে দেখছেন। তবে ইইউ ব্যাখ্যা দিয়েছে, এটি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বাস্তবায়নের অংশ; সেন্সরশিপ নয়।
বিআলো/শিলি



