• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এক বছরের জন্য বাফুফের হাত ধরল টিকটক, বিশ্বমঞ্চে যাবে বাংলাদেশের ফুটবল 

     dailybangla 
    30th Dec 2025 3:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আগামী এক বছরের জন্য পার্টনারশিপের ঘোষণা দিয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এই চুক্তির আওতায় টিকটক বাফুফের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে।

    এই পার্টনারশিপের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ও মানোন্নয়ন, কনটেন্ট ক্রিয়েটরদের ফুটবল ইকোসিস্টেমে যুক্ত করা এবং টিকটকের বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ফুটবলকে আরও দৃশ্যমান করা।

    বাংলাদেশে ফুটবল অন্যতম জনপ্রিয় খেলা হলেও বর্তমান প্রজন্ম খেলাধুলার কনটেন্ট উপভোগ করছে মূলত মোবাইলভিত্তিক শর্ট ভিডিও প্ল্যাটফর্মে। এই বাস্তবতাকে সামনে রেখে বাফুফে ও টিকটক যৌথভাবে বছরজুড়ে বিভিন্ন ডিজিটাল কার্যক্রম ও প্রোগ্রাম বাস্তবায়ন করবে।

    চুক্তির মেয়াদে টিকটক হবে বাফুফের কনটেন্টের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে ম্যাচ হাইলাইটস, পর্দার পেছনের মুহূর্ত, খেলোয়াড়দের গল্প, দর্শকদের প্রতিক্রিয়া এবং ক্রিয়েটরদের তৈরি ফুটবলভিত্তিক কনটেন্ট নিয়মিত প্রকাশ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচ ও বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে ক্যাম্পেইন, ক্রিয়েটর পার্টনারশিপ, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং পুশ নোটিফিকেশন চালু করা হবে।

    এ বিষয়ে টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “সৃজনশীলতা, সংস্কৃতি ও কমিউনিটির মাধ্যমে টিকটকে খেলাধুলাপ্রেমীরা যুক্ত হতে পারে। বাফুফের সঙ্গে কাজ করে আমরা একটি সক্রিয় কনটেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে ক্রিয়েটররা বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে তুলে ধরবে।”

    বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন,
    “আমরা চাই ম্যাচের বাইরেও ভক্তরা ফুটবলের নানা দিক উপভোগ করুক এবং সবার মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়ুক।”

    টিকটকে বাফুফের অফিসিয়াল কনটেন্ট ফলো করলে সারা বছর জুড়ে ফুটবলপ্রেমীরা ম্যাচের হাইলাইটসসহ বিভিন্ন এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031