এক মাসে ১১টি চুরি, কৃষি উৎপাদন হুমকিতে হরিণাকুণ্ডুতে ট্রান্সফরমার চুরির হিড়িক
ইমদাদুল হক বিশ্বাস, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত উপজেলায় মোট ১১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুতের এজিএম গৌতম কুমার সরকার জানান, প্রতিটি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এসব চুরির ফলে কৃষকরা লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ছেন এবং সেচ ব্যবস্থা ভেঙে পড়ায় চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সর্বশেষ ২১ জানুয়ারি রাতে রঘুনাথপুর ইউনিয়নের কালাপাড়িয়া গ্রামে ট্রান্সফরমার চুরির সময় আনিস (পিতা : শমসের আলী) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। পরে তাকে মারধর করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর পুলিশের অভিযানে ভোরে মান্দারতলা গ্রামের মাঠ থেকে ফিরোজ নামে চোরচক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, দ্রুত রিমান্ডে এনে চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বিআলো/আমিনা



