এক রাতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ আওয়ামী লীগের আট নেতা গ্রেফতার
মো. খালেক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আট নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।
ডিবি সূত্রে জানা গেছে, রোববার (২২ জুন) রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১। কে এম নুরুল হুদা (৭৯), সাবেক প্রধান নির্বাচন কমিশনার
২। মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), সাবেক সংসদ সদস্য, মুন্সিগঞ্জ-৩
৩। মো. তরিকুল ইসলাম (৩৮), বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য
৪। সাবিনা আক্তার তুহিন (৪৬), সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য
৫। মনিরুল মওলা (৬২), ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক
৬। আব্দুল ওহায়াব (৫৮), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
৭। মেহেদী হাসান বাবু (৪৩), লালবাগ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
৮। জাকির হোসেন আলী (৬১), ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক
ডিবির তথ্য মতে, রাত ৮:২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে কে এম নুরুল হুদাকে, তেজগাঁও মনিপুরীপাড়া এলাকা থেকে রাত ৯টায় মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে, রাত ১২:৩০টায় কদমতলীর শনির আখড়া থেকে মো. তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এছাড়া ভোর ৪:৪৫টায় নবাবগঞ্জ থেকে সাবিনা আক্তার তুহিন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মওলাকে দুর্নীতি দমন কমিশনের মামলায়, কলাবাগান থেকে রাত ১২:৪৫টায় আব্দুল ওহায়াব, পল্লবী থেকে ১:৩০টায় জাকির হোসেন আলী এবং মিরপুর এলাকা থেকে ২:০০টায় মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/তুরাগ