এক লাখের বেশি শিক্ষক নিয়োগ: এনটিআরসিএর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মেটাতে বড় পরিসরে নিয়োগ দিচ্ছে সরকার। এর জন্য এক লাখ ৮২২টি পদে শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এই নিয়োগ নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সোমবার (১৬ জুন)। এনটিআরসিএ সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আবেদন শুরু: ২২ জুন হয়ে শেষ হবে ১০ জুলাই (রাত ১২টা পর্যন্ত)। আবেদন ফি জমার শেষ সময়: ১৩ জুলাই। আবেদন ফি: ১,০০০ টাকা (টেলিটকের মাধ্যমে)। স্কুল ও কলেজে: ৪৬,২১১টি, মাদরাসায়: ৫৩,৫০১টি, কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান: ১,১১০টি,। প্রার্থীরা একসঙ্গে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান পছন্দ হিসেবে বেছে নিতে পারবেন।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর, যা গণনা হবে ৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত। ১৮তম নিবন্ধনের ফলাফল প্রকাশের তারিখকেই হিসাবের ভিত্তি ধরা হবে। নিবন্ধনের মেয়াদও ধরা হবে তিন বছর, শুরু ৪ জুন থেকে।
ভুল বা ভুয়া তথ্য দিয়ে আবেদন করলে সুপারিশ বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যদি কোনো প্রতিষ্ঠান সময়মতো নিয়োগ না দেয়, তাহলে ঐ প্রতিষ্ঠানের এমপিও বন্ধ বা বাতিল করা হতে পারে। উল্লেখ করা হয়েছে, শূন্যপদের তথ্য স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যদি কোথাও ভুল হয়, সে দায় এনটিআরসিএ নেবে না।
বিআলো/সবুজ