এক শব্দের ভুল, কিন্তু পরিণতি বড়! খালেদা জিয়ার স্থলে শেখ হাসিনার নাম বলায় বিএনপি নেতাকে শোকজ
‘অজান্তে বিপত্তি!’
বেগম খালেদা জিয়ার স্থলে শেখ হাসিনার নাম উচ্চারণ করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিতাস উপজেলা বিএনপির এক নেতা।
এক ভুলেই ভাইরাল হয়ে গেল ভিডিও
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বক্তৃতায় এক অজান্তের ভুল, আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল! তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বলে সম্বোধন করায় কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘স্লিপ অব টাং’: ভুলের জন্য সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা
বক্তব্য দিতে গিয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” এটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা ‘ভুল হয়েছে’ বলে সতর্ক করেন। মেহেদী হাসান তখন ‘স্যরি’ বলে ক্ষমা প্রার্থনা করেন এবং বক্তব্য পুনরায় চালিয়ে যান।
ভিডিও ভাইরাল, তোলপাড় সৃষ্টি
ঘটনার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমার অজান্তে এই ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে সকলের কাছে ক্ষমা চেয়েছি। তবে কিছু মহল আমাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি দুইদিন পর ভাইরাল করেছে।”
দলীয় পদক্ষেপ: কারণ দর্শানোর নোটিশ
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, “যেহেতু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ে ভাইরাল হয়েছে, তাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
নেতার প্রতিক্রিয়া
মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানিয়েছেন, “নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব পাঠাবো।”
বিআলো/তুরাগ



