• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এক স্মার্টফোনে ৫ সমাধান 

     dailybangla 
    07th May 2025 11:53 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: শুধু কি সময় দেখার জন্যই ঘড়ি? যদি তাই হয়, তবে মোবাইলই তো যথেষ্ট! ঠিক এই কারণেই ঘড়ির আইডিয়াকে আরও বাড়িয়ে নেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে স্মার্টওয়াচ। ধরুণ, সকালে হাঁটতে
    বেরিয়েছেন, কতটা হাঁটছেন তা জানা জরুরি অথবা কত জোরে হাঁটছেন তা—এসবের সমাধান দিতে পারে স্মার্টওয়াচ।

    বাজারে বিভিন্ন মূল্যের স্মার্টওয়াচ পাওয়া যায়। সাধারণ মানুষ বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে এই গ্যাজেটেদের চাহিদা ব্যাপক। বেশকিছু কারণও আছে।

    প্রতিনিয়ত ব্যস্ততায় কিংবা অপ্রয়োজনেই আমাদের মোবাইলফোন ব্যবহার করতেই হয়। কিন্তু মোবাইলফোন ব্যবহার সবসময় করা সম্ভব হয় না। মনে করুন আপনি জিমে ওয়ার্ক আউট করছেন, এসময় কোনো জরুরি কল এলো। সেটা বুঝবেনই বা কিভাবে ফোন হাতে না নিয়ে? অথবা আপনি বাসের ভিড়ে আটকে আছেন কিংবা রাস্তা পার হচ্ছেন। পকেট থেকে মোবাইল বের করে তা দেখার ঝুট-ঝামেলা অনেক। সেক্ষেত্রে স্মার্টওয়াচ একটি ভালো উপায় হতে পারে। শুধু সময় দেখা নয়

    যদি আপনার কাছে স্মার্টওয়াচ না থাকে, তবে শুধুই সময় ও তারিখ দেখতে পাবেন ঘড়িতে। তবে স্মার্টওয়াচে রয়েছে বহু ফিচার্স। মোবাইল মেসেজ, নোটিফিকেশনের পাশাপাশি আপনি কল রিসিভ/রিজেক্ট করতেও পারবেন।

    স্মার্চওয়াচে কোনও ব্যাটারি লাগে না। অর্থাৎ, এটি রিচার্জেবল। চার্জ শেষ হলে চার্জার কানেক্ট করে রিচার্জ করে নিন। এভাবেই চলবে গুরুত্বপূর্ণ ডিভাইসটি। অধিকাংশ স্মার্টওয়াচেই বর্তমানে জিপিএস ট্র্যাকার থাকে। ফলে
    স্মার্টওয়াচ থেকেই এখন সহজে অচেনা পথকে চেনা বানিয়ে নিতে পারবেন। সেজন্যে আর ঘন ঘন ফোন বের করে গুগল ম্যাপ দেখতে হবে না। শুধু স্মার্টওয়াচে সোয়াইপ আর টাচ করলেই হয়ে যাচ্ছে।

    হঠাৎ করেই ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আপনি চারপাশে খুঁজে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে স্মার্টওয়াচ কাজে আসে।

    ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ‘ঋরহফ গু চযড়হব’ ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই খুঁজে বের করুন আপনার মোবাইল। এভাবে অন্তত চুরি যাওয়া ফোনটির অনুসন্ধানেও আপনার সুবিধা হবে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031