এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিলো দাগনভুঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষায়
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর দাগনভুঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় ২০২৫ইং অংশ নিলো এক হাজারের অধিক শিক্ষার্থী। ১৫ নভেম্বর শনিবার সকালে দাগনভুঞা আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভুঞা উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান, জামাতের উপজেলা আমির গাজী সালাউদ্দিন, জামাতের উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটয়ারী, ৬নং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইসলাম হোসেন (কেরানি), দাগনভুঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. এ. তাহের পন্ডিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন, স্কুল পর্যবেক্ষক-সাংবাদিক ইমরান হোসেন, দীপ্ত টিভির ফেনী জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ট্রাস্ট পরিচালক তোবারক হোসেন, আলাউদ্দিন আল হাসান, মো: হোসেন, স্কুল সমন্বয়ক শাহ আলাম সিনিয়র, ডাক্তার জাকির হোসেন, আলমগীর ননী, মো: শাহা আলম জুনিয়র, আবদুল আউয়ালসহ আরও অনেকেই।
পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, “প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।” তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, “আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি যে কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এমন একটি আয়োজন করেছে। শিক্ষার্থীর মায়েদেরও ধন্যবাদ জানাই যারা বাবা’র ভূমিকা পালন করে শিক্ষার্থীদের অংশগ্রহণ করিয়েছেন।”
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, “আমি মনে করি বৃত্তি পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক হলেও এখানে এত বেশি শিক্ষার্থী অংশগ্রহণ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আসলে শিক্ষার মাধ্যমে জাতি গঠন হয়, আর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটে। এই মেধা বিকাশ গঠনে বৃত্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সবাইকে, যারা এই আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এমন ভূমিকা পালন করবেন বলে আমি প্রত্যাশা রাখছি।”
বিআলো/ইমরান



