এখনই সিনেমা ছাড়ছি না: বর্ষা
বিনোদন ডেস্ক: সম্প্রতি ওমরা পালন করে দেশে ফিরেছেন ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দেশে ফিরেই অভিনয় ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছেন তিনি।
সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে নায়িকা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন বর্ষা। এবার অভিনেত্রী জানালেন, এখনই অভিনয় ছাড়ছেন না তিনি। হাতে কিছু ছবি রয়েছে, সেগুলোর কাজ শেষ করে পরেই অভিনয়কে বিদায় জানাবেন।
বর্ষা জানান, তার হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামের তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি।
অভিনেত্রীর কথায়, ‘তিনটি সিনেমা শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো কিন্তু এখন না। এসব সিনেমার শুটিং করতে অনেকদিন লেগে যায়। দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’
বর্ষার এমন সিদ্ধান্তে আপত্তি নেই অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিলের। তবে বর্ষার কথায় দ্বিমত পোষণ করেন অভিনেতা। বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তারপরও যখন বর্ষা এমন সিদ্ধান্ত নিয়েছে, এতে আমার কোনো আপত্তি নেই।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।
বিআলো/শিলি