• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এশিয়ান পেইন্টস কালার নেক্সট-২০২৫ অব দ্য ইয়ার উদ্বোধন 

     dailybangla 
    13th Jul 2025 6:32 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ‘কালার অব দ্য ইয়ার ২০২৫’ ঘোষণা করেছে এশিয়ান পেইন্টস। ১২ জুলাই রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের নির্বাচিত রঙ হিসেবে ‘কার্ডিনাল’ উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ ইপেন, রিজিওনাল হেড (দক্ষিণ এশিয়া ও দক্ষিণ প্রশান্ত দ্বীপপুঞ্জ) বুদ্ধাদিত্য মুখার্জি এবং কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া দেশের শীর্ষস্থানীয় স্থপতি, ডিজাইনার ও সৃজনশীল ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

    প্রতিষ্ঠানটি জানায়, এশিয়ান পেইন্টস ২০০৩ সাল থেকে প্রতি বছর স্থপতি, শিল্পী, ইন্টেরিয়র ডিজাইনারসহ বিভিন্ন সৃজনশীল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে ‘কালার নেক্সট’ রিপোর্ট তৈরি করে। এতে বিশ্বজুড়ে রঙ, উপকরণ, টেক্সচার এবং নকশার ট্রেন্ডের দিকনির্দেশনা উঠে আসে।

    এবারের নির্বাচিত রঙ ‘কার্ডিনাল’ প্রসঙ্গে জানানো হয়, এটি মানুষের অন্তর্দৃষ্টি, আত্মঅন্বেষণ ও স্থিরতা প্রতিফলিত করে। গভীর শান্তি, কোমলতা এবং আবেগময় এক অভিজ্ঞতা তৈরি করার মাধ্যমে মানুষকে নিজের সঙ্গে নতুন করে পরিচিত করিয়ে দেওয়াই এর লক্ষ্য।

    অনুষ্ঠানে এ বছরের তিনটি ট্রেন্ড দিকনির্দেশনাও তুলে ধরা হয়:

    ব্যাড টেস্ট: প্রচলিত নিয়ম ভেঙে উজ্জ্বলতা ও জাঁকজমকপূর্ণ নকশার সৌন্দর্যকে উদযাপন।

    ফিল মোর: স্পর্শ, টেক্সচার এবং আবেগঘন নকশার অভিজ্ঞতায় গুরুত্ব।

    সল্ট: মিনিমালিস্টিক নকশায় প্রকৃতির বিশুদ্ধতা ও সরলতা।

    এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের সিইও জোসেফ ইপেন বলেন, “রঙ শুধু রঙ নয়, এর পেছনে গল্প, সংস্কৃতি আর অভিজ্ঞতা থাকে। গ্রাহকদের প্রয়োজন ও রুচি বুঝে আমরা বৈশ্বিক ট্রেন্ডকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখি, যাতে তাদের জীবনে নান্দনিক ও কার্যকর পরিবর্তন আনা যায়।”

    রিজিওনাল হেড বুদ্ধাদিত্য মুখার্জি বলেন, “‘কার্ডিনাল’ আমাদের সময়ের আবেগ ও উপলব্ধিকে তুলে ধরে। এই বার্তা বাংলাদেশে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”

    অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এশিয়ান পেইন্টস আবারও দেখাল যে তারা শুধু পেইন্ট নয়, বরং রঙ, নকশা ও জীবনের ট্রেন্ডের পথপ্রদর্শক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031