এনআইডিতে বয়স সংশোধন আর মাঠ পর্যায়ে নয়
dailybangla
10th Nov 2025 6:03 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রে বয়স সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই সংশোধন আর মাঠ পর্যায়ের অফিসে নয়, বরং প্রধান কার্যালয়ে সম্পন্ন হবে।
ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা দিয়েছে। ডাটাবেজের নিরাপত্তা রক্ষায় তাই প্রক্রিয়াটি কঠোর করা হচ্ছে।
নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)- এ বয়স সংশোধন ছাড়াও আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণসহ আরও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশনের এক বৈঠকে এসব বিষয় আলোচনা হয়। কমিশনের চূড়ান্ত অনুমোদন পেলে পরিবর্তনগুলো কার্যকর করা হবে বলে জানা গেছে।
বিআলো/শিলি



