এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় কর্নেল অলির নিন্দা ও দোষীদের শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।
বুধবার বিকেলে এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, পতিত স্বৈরাচারী গোষ্ঠীর দোসর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছে।
তিনি জানান, এই হামলায় এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। এমনকি তাদের অবস্থানস্থল এসপি অফিসেও হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ন্যাক্কারজনক হামলার দায় প্রশাসন এড়াতে পারে না। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
কর্নেল অলি আহমদ আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তাঁদের ওপর এই হামলা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভয়ংকর বার্তা বহন করে।
বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, গণতন্ত্র ও মানবিক অধিকারের বিজয়ে ঐক্যবদ্ধ হোন।
এই বিবৃতির মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দার ঝড় আরও তীব্র হলো।
বিআলো/এফএইচএস