এনসিপির জন্য জামায়াত জোট ঝুঁকিপূর্ণ: সামান্তা শারমিন
বিআলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট বা সমঝোতায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, জামায়াতকে রাজনৈতিক অংশীদার হিসেবে গ্রহণ করা এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল সিদ্ধান্ত হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির আদর্শিক অবস্থান তুলে ধরে জামায়াতের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করেন।
পোস্টে সামান্তা শারমিন লেখেন, জামায়াতের সঙ্গে এনসিপির রাষ্ট্রচিন্তা, বিচারব্যবস্থা সংস্কার, গণপরিষদ নির্বাচন ও ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণার মৌলিক পার্থক্য রয়েছে। এসব বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, জামায়াত নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি তুলে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এ কারণে এনসিপি আগে থেকেই ঘোষণা দিয়েছিল যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট হবে না। সেই অবস্থান অনুযায়ী দলটি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সামান্তা শারমিন স্পষ্ট করেন, জামায়াতের সঙ্গে জোটের সমালোচনা করা মানে বিএনপির পক্ষ নেওয়া নয়। বরং তিনি এনসিপির দীর্ঘদিনের মধ্যপন্থী ও সংস্কারবাদী রাজনৈতিক অবস্থানকেই সঠিক মনে করেন এবং নিজেকে সেই আদর্শের কর্মী হিসেবে দেখেন।
তার মতে, বিএনপি কিংবা জামায়াত যেকোনো একটির সঙ্গে জোট করা এনসিপির মৌলিক রাজনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
বিআলো/শিলি



