• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এনসিপির প্রার্থী: আলোচিত নেতারা কে কোন আসনের প্রার্থী হলেন 

     dailybangla 
    11th Dec 2025 12:35 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দফায় ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতাদের মধ্যে কে কোন আসনে লড়ছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    ঘোষণাকৃত তালিকায় দেখা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা, রামপুরা) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে দলটির সদস্যসচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৪ আসনে।

    এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী।

    সংবাদ সম্মেলনে তাসনিম জারা জানান, দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেড় হাজারের বেশি আগ্রহী ব্যক্তি এবং প্রার্থী তালিকায় ভিন্নধর্মী নির্বাচন দেখাতে চায় এনসিপি।

    এসময় মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা “ব্যালট রেভল্যুশন” নিয়ে ভোটের মাঠে নামছেন। দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে তিনি প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহিন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031