এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে রণক্ষেত্র, কেন্দ্রীয় নেতারা আশ্রয় নিলেন সার্কিট হাউজে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার মুখে বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নিতে বাধ্য হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব হাসনাত কাইয়ুম ও আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
চোখের পলকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এনসিপি সূত্রে জানা গেছে, শহরের পৌরপার্ক এলাকা সংলগ্ন সড়কে বিকেল পৌনে ৩টার দিকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে এই হামলা চালায়। তাদের বিরুদ্ধে গাড়িবহরে হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। তবে হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির ওপরও চড়াও হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এনসিপির এক নেতা জানান,আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎই হামলা শুরু হয়। নেতাকর্মীরা দিগ্বিদিক ছুটে পালাতে বাধ্য হন। আমরা প্রাণ বাঁচাতে সার্কিট হাউজে আশ্রয় নিয়েছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টিয়ার গ্যাস ও আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পৌরপার্ক ও আশপাশের এলাকা। বিকেল থেকে সংঘর্ষ থেমে থেমে চলছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিআলো/এফএইচএস