এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস, সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা শাখার কার্যকরী সদস্য আব্দুর রহিমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি প্রকাশিত হলে দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন রহিম। এ ঘটনার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং স্থানীয় এনসিপি নেতাকর্মীদের মধ্যেও নানান আলোচনা সৃষ্টি হয়।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ বলেন, আমরা এই ঘটনায় হতাশ। একদিকে ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশের প্রবণতা যেমন উদ্বেগজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক আচরণও সমাজে অগ্রহণযোগ্য।
এ বিষয়ে জানতে এনসিপির মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে অভিযুক্ত আব্দুর রহিমের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিআলো/এফএইচএস