‘এপ্রিলেই ৯ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী’
আর্ন্তজাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে দেশটির ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ২০২৫ সালের এপ্রিলে সহিংসতা ও দমন-পীড়নের আরও একটি উত্থান দেখা গেছে ওই অঞ্চলে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস)-এর তথ্যের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ভারতীয় বাহিনী ৯ জন কাশ্মীরিকে হত্যা করেছে।
তাদের মধ্যে ৩ জন ভুয়া এনকাউন্টারে বা হেফাজতে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন।
কেএমএস কমপক্ষে ২ হাজার ৪৮০ জন কাশ্মীরির গণগ্রেফতারের বিষয়টিও তুলে ধরেছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। কাশ্মীরের পহেলগামে হামলার জেরে উত্তেজনার মধ্যে এ নিয়ে টানা সপ্তম দিনের মতো নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।
তবে তীব্র উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) দুজনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
জিও নিউজ বলছে, দুই নেতার সঙ্গে আলাদা ফোনালাপে কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন রুবিও।
বিআলো/শিলি