এবার ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই
আর্ন্তজাতকি ডেস্ক: গালফ নিউজ জানিয়েছে, ব্রুনাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
সূর্যাস্তের সাথে সাথে দেশটিতে আজ রমজানের ২৮তম দিন। আগামীকাল রোববার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছরও সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দেয় দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে।
ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে।
এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে জানিয়েছে কাউন্সিল।
বিআলো/শিলি