• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এবার গুগলের ‘এআই মোড’ সরাসরি টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবে 

     dailybangla 
    06th Nov 2025 5:41 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: গুগল তার সার্চের ‘AI মোড’-কে আরও স্মার্ট করেছে। নতুন ‘এজেন্টিক’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি কথোপকথনের মাধ্যমে ইভেন্টের টিকিট, বিউটি ও ওয়েলনেস অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে, আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই।

    মঙ্গলবার গুগল জানিয়েছে, AI মোড এখন স্বাভাবিক ভাষার অনুরোধ অনুযায়ী রিয়েল-টাইমে টিকিট ও রিজার্ভেশন প্ল্যাটফর্মগুলো ঘেঁটে বিকল্প দেখাবে। এতে থাকবে দাম ও সরাসরি বুকিং লিঙ্ক। উদাহরণস্বরূপ, কেউ লিখল- “আমাকে আসন্ন শাবুজি কনসার্টের দুটি সস্তা দাঁড়িয়ে দেখার টিকিট দেখাও” -AI মোড সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক বিকল্প দেখাবে।

    এই ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্রের ‘সার্চ ল্যাবস’- এর পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা, বিশেষ করে ‘Google AI Pro’ ও ‘Ultra’, বেশি ব্যবহারের সীমা এবং দ্রুত প্রক্রিয়াকরণের সুবিধা পাবেন।

    এর আগে, গত আগস্টে AI মোডে রেস্তোরাঁর রিজার্ভেশন সুবিধা চালু হয়েছিল। ব্যবহারকারীরা পার্টির সংখ্যা, তারিখ, সময়, খাবারের ধরন ও এলাকা উল্লেখ করে বুকিং করতে পারতেন।

    গুগল জানিয়েছে, তাদের অগ্রাধিকার হলো ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত তথ্য নিশ্চিত করা। নতুন ফিচারগুলো এখনও পরীক্ষামূলক, তবে এটি আরও স্মার্ট ও ইন্টারঅ্যাকটিভ সার্চের অভিজ্ঞতা দেবে।

    ২০২৪ সালের মার্চে আত্মপ্রকাশের পর থেকে AI মোড ১৮০টিরও বেশি দেশে বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক সংযোজনের মধ্যে রয়েছে Canvas ফিচার, যা পড়াশোনা ও গবেষণা পরিকল্পনা সহজ করে, এবং Google Lens ইন্টিগ্রেশন, যা স্ক্রিনে দেখা যেকোনো বিষয়ের ওপর প্রশ্ন করার সুবিধা দেয়।

    গুগল চাইছে সার্চকে শুধুমাত্র প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম নয়, বরং ‘সক্রিয়, প্রেক্ষিতনির্ভর ও ব্যক্তিগত ডিজিটাল সহকারী’ হিসেবে গড়ে তুলতে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930