এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানালেন জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বন্দর ও বিমানবন্দরে অতিরিক্ত চাপ এবং পণ্য জটের কারণে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে—এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমাদের পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তবে এটাও মনে রাখা উচিত, বাংলাদেশ সংক্রান্ত কিছু সাম্প্রতিক ঘটনাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।”
তবে এই সিদ্ধান্তের ফলে নেপাল বা ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পণ্য সরবরাহে কোনো বাধা আসবে না বলে আশ্বস্ত করেছেন রণধীর জয়সওয়াল।
তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ইতিবাচক এবং গঠনমূলক। আমরা চাই একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এবং সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
বিআলো/শিলি