• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এবার থেকে ইনস্টাগ্রামে এআই দিয়ে ছবি এডিট করতে পারবেন 

     dailybangla 
    27th Dec 2024 7:24 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত অসংখ্য মানুষকে বা পেজে ফলো করছেন।

    এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন এআই টুল যুক্ত করছে প্ল্যাটফর্মে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ আসতে চলেছে ইনস্টাগ্রামে। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে তার নতুন এআই ভিডিও এডিটিং টুলের প্রদর্শনী করা হয়েছে।

    এই ফিচার এলে ক্রিয়েটররা এবার থেকে খুব কম সময়ে ইনস্টাগ্রামের ভিডিওতে অনেক বদল আনতে পারবে। একটা মাত্র কী চাপলেই, একটা মাত্র কমাণ্ড দিলেই এক পলকের মধ্যে আপনার পোশাক পাল্টে যাবে ভিডিওতে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডও বদলে যাবে।

    ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ফিচার্সের কয়েক ঝলক দেখিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর মধ্যে নিজের পোশাক বদলে নিতে পারবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডও বদলে নিতে পারবেন। শুধু তাই নয়, তারা তাদের নিজেদের পছন্দমত গয়নাও পরতে পারবেন। শুধু কাঙ্ক্ষিত বিষয়টি লিখে কমান্ড দিলেই এই ইফেক্ট কাজ করতে শুরু করবে। এরপরে এই ফিচার্সের সাহায্যে নিজে থেকেই ভিডিও এডিট করে দেবে ইনস্টাগ্রাম।

    তবে এটাই প্রথম কোনো এডিটিং টুল নয়, অ্যাডোবের ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা এরই মধ্যে একইরকম প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে টেক্সট কমান্ড দিয়ে ভিডিও এডিট করে নেওয়া যায়। তবে মেটা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলোর থেকেও তাদের এই নয়া ফিচার্স অনেক গুণে ভালো, মেটার ফিচার্স অনেক উন্নতভাবে মোশন এবং আইডেন্টিটি পরিচালনা করে। আগামী বছর থেকেই সব ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করতে পারবেন। সূত্র: ইন্ডিয়া টুডে

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930