এবার ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’
আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিপাইনের মানুষরা এখনও ঘূর্ণিঝড় কালমেগিরের ধ্বংসযজ্ঞ থেকে সামলাচ্ছে, ঠিক তখনই দেশটির দিকে ধেয়ে আসছে নতুন সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’।
আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, রোববার রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার আগে মারাত্মক শক্তিতে পৌঁছাতে পারে।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ফাং-ওয়ং প্রায় ১,৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) এলাকা জুড়ে প্রভাব বিস্তার করতে পারে। ইতিমধ্যেই ফিলিপাইনের পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি ও শক্তিশালী দমকা হাওয়া শুরু হয়েছে। আবহাওয়াবিদ বেনিসন এসতারেজা জানান, ঘূর্ণিঝড়টি দেশের বৃহত্তর অংশকে প্রভাবিত করতে পারে।
এর আগে, ঘূর্ণিঝড় কালমেগির ফিলিপাইনে ২০৪ জন ও ভিয়েতনামে পাঁচজনের প্রাণহানি ঘটিয়েছে। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ২,৮০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় পাঁচ লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন। ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে বাড়িঘর ধ্বংস হয়েছে, সড়কগুলোতে ধ্বংসাবশেষ জমে আছে।
ভিয়েতনাম ও ফিলিপাইনের অবস্থান টাইফুন বেল্টের কাছে হওয়ায় প্রতি বছরের ঝড়ের মৌসুমে ঘূর্ণিঝড় ও ট্রপিক্যাল ঝড়ের ঝুঁকি বেশি। থাইল্যান্ডের কিছু অঞ্চলেও কালমেগিরের প্রভাবে ভারি বৃষ্টি ও বন্যা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে ভবিষ্যতে আরও শক্তিশালী ও বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি



