এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ওসমান হাদি
dailybangla
13th Dec 2025 4:26 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদির শরীরে ‘ইন্টারনাল রেসপন্স’ আছে। চিকিৎসকেরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, হাদি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন, যা ইতিবাচক লক্ষণ। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য কোথাও নেওয়ার প্রস্তুতি চলছে।
শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
বিআলো/শিলি



