এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড কার্লের
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্ম দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বায়ার্ন মিউনিখের ১৭ বছর বয়সি লেনার্ট কার্ল। স্পোর্টিং সিপির বিপক্ষে গোল করে তিনি ভেঙে দেন কিলিয়ান এমবাপ্পের টানা তিন ম্যাচে গোল করার বয়স-রেকর্ড।
কার্ল গোল করার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ২৯০ দিন, যেখানে এমবাপ্পের রেকর্ড ছিল ১৮ বছর ১১৩ দিন।
অ্যালিয়াঞ্জ এরেনায় ম্যাচের শুরুতে আত্মঘাতী গোল হজম করে ধাক্কায় পড়ে বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১২ মিনিটেই তিন গোল করে ম্যাচে দারুণভাবে ফিরে আসে তারা।
তিনটি গোলের একটি আসে কার্লের পা থেকে, যিনি পুরো ম্যাচে তৈরি করেছিলেন একাধিক সুযোগ এবং শেষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
এই জয়ে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে বায়ার্ন মিউনিখ। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা সমান পয়েন্টের আর্সেনালের ঠিক পেছনে, গোল ব্যবধানে এগিয়ে আছে আর্তেতার দল।
বিআলো/শিলি



