• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এমবাপ্পের গোলে ড্র মাদ্রিদ ডার্বি 

     dailybangla 
    09th Feb 2025 6:48 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদেরে লড়াই ১-১ সমতায় শেষ হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে গেলেও শেষে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় থেকে মাঠ ছেড়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

    সেইসঙ্গে রেফারির সিদ্ধান্ত নিয়ে জন্ম হয়েছে বিতর্কের। প্রথমার্ধে রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে যেন রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগই প্রমাণিত হয়েছে বলে মনে করছেন অনেকে।

    সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে প্রথম ৪৫ মিনিট দাপট দেখায় অ্যাটলেটিকো। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলভারেজ। বক্সের মধ্যে স্যামুয়েল লিনোকে ফাউল করেন অরেলিয়েন শুয়োমেনি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

    তবে শুয়োমেনি যখন লিনোকে পায়ে আঘাত করেন, ততক্ষণে বল সরে গেছে। এ নিয়ে রিয়াল ডাগ-আউট উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভ প্রকাশ করেন কোচ-অফিসিয়ালরা। বিরতির পর গর্জে ওঠে রিয়াল। ৫০তম মিনিটে ফিরে আসা শট জালে পাঠান এমবাপ্পে। আরও কয়েকটি গোল করতে পারতো তারা। কিন্তু দারুণ সব সেভে রিয়ালকে হতাশ করেন জ্যান ওবলাক। এই ম্যাচে রেফারির সঙ্গে বেশ কয়েকবার বিতর্কে জড়ান অ্যাতলেটিকোর খেলোয়াড়রা।

    ২৫ মিনিটে রিয়াল তারকা ড্যানি সেবাইয়োস পাবলো বারিওসকে চ্যালেঞ্জ করলে সরাসরি লাল কার্ডের দাবি জানান তারা। তবে রেফারি সিজার সোটো গ্রাডো শুধু হলুদ কার্ড দেখান ড্যানিকে। পাঁচ মিনিট পর চুয়োমেনির ফাউলে অ্যাতলেটিকো পেনাল্টি পায়। প্রথমে রেফারি ফাউল দেখেননি। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

    ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এ নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। পেনাল্টি দিয়েছিল ভিএআর। রেফারি খুব কাছ থেকেই ঘটনা দেখেছিল। আমি এ রকম আরেকটা পেনাল্টি দেখলাম অ্যাথলেটিক-জিরোনা ম্যাচে। (আসলে) ফুটবলের মানুষজন এ সব বুঝে না। আমি এখন বিতর্কের মধ্যে যেতে চাই না, যেটা এর মধ্যেই অনেক বড় হয়ে গেছে।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031