এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল
স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ।
ভিয়ারিয়ালের মাঠে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ভিনিসিউস জুনিয়রের আক্রমণ প্রতিহত হলেও ফিরতি বলে কাছ থেকে গোল করেন ফরাসি তারকা।
৬৩ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল, তবে জেরার্ড মরেনোর শট পোস্টের ওপর দিয়ে গেলে রক্ষা পায় রিয়াল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি আদায় করে নেয় মাদ্রিদ। নিজেই স্পটকিক থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।
এই জয়ে ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৫১। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। চলতি মৌসুমে ২০ ম্যাচে এমবাপ্পের গোলসংখ্যা ২১, যা তাকে লিগের শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।
বিআলো/শিলি



