এয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনেছেন বিএনপি’র নাদিরা
অনলাইন ডেক্স
21st Dec 2025 9:42 pm | অনলাইন সংস্করণ
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি: এয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।নাদিরা আক্তার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়ন পএ গ্রহন করেছেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক আইনজীবী মো.নাসির উদ্দিন বেপারী ও মাদারীপুর জেলা কৃষক দলের সহ-সভাপতি এবং উপজেলা কৃষক দলের আহবায়ক মো.রফিকুল ইসলাম (টিপু)।
উপজেলা অফিস সূত্রে জানা যায়,‘এই পর্যন্ত প্রকৌশলী ইমরান হোসেন,কামাল জামান নুরুদ্দিন মোল্লা ও নাদিরা আক্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম.ইবনে মিজান বলেন,‘আসন্ন সংসদ নির্বাচনে এ নিয়ে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।”
বিআলো/ইমরান



