এসএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সুমন সরদার: সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এসএমপি পুলিশ লাইন্স হল রুমে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভার শুরুতেই পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে উনারা অগ্রগতি বিষয়ে অবহিত করেন। পুলিশ কমিশনার সকল পদবীর পুলিশ সদস্যকে কল্যাণ প্রস্তাব উপস্থাপন করতে বলেন।
তিনি উত্তাপিত কল্যাণ শুনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫ যথাযথভাবে মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। কোন পুলিশ সদস্য নির্দেশনাসমূহ মেনে চলছে কি না তা নিয়মিত মনিটর করতে এসএমপির সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ প্রদান করেন। এছাড়া পুলিশ লাইন্সের মেস, লন্ড্রি এবং সেলুনের পরিবেশ উন্নত করার নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের নতুন প্রণীত ড্রেস রুলস-২০২৫ সকল পুলিশ সদস্যকে মেনে চলতে হবে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোন ক্রমেই ধূমপান সহ অন্যান্য বর্জনীয় কাজ করা যাবে না। প্রতিটি পুলিশ সদস্যকে সুদৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। বর্তমানে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দ্রুত সেবা প্রদানের মাধ্যমে এ ধারা বজায় রেখে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে।
এ সময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মু. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীপ্তল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহপ্তজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইপ্তল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আহমদ মাঈনুল হাসান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাজীব কুমার দেবসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিআলো/শিলি