এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্ট
dailybangla
28th Jul 2025 12:42 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। এদিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।
রোববার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ১১ জুলাই থেকে শুরু হয় পুনর্নিরীক্ষার আবেদন, যা চলে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ ছিল ১৫০ টাকা।
বোর্ডের দেওয়া তথ্যমতে, ফল প্রকাশের দিন থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসাবে আগস্টের প্রথম দশসের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বিআলো/শিলি