• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার কমেছে ১৫ শতাংশ 

     dailybangla 
    10th Jul 2025 4:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর সারাদেশে গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ পয়েন্ট কম।

    ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অথচ ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে। ফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের সব শিক্ষাবোর্ডেই পাশের হার কমেছে।

    এ বছর মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাশ করেছিলেন।

    ঢাকা বোর্ডে এ বছর পাশের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৯ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, গত বছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। রাজশাহী বোর্ডে এই হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা আগের বছর ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ। কুমিল্লা বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশে, যেখানে গত বছর ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। যশোর বোর্ড গত বছর দেশের মধ্যে সর্বোচ্চ ৯২ দশমিক ৩৩ শতাংশ পাশের হার অর্জন করলেও এ বছর তা কমে হয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ, যা গত বছর ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাশ করেছেন ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী, যেখানে গত বছর এই হার ছিল ৮৪ দশমিক ৯৭ শতাংশ। মাদরাসা বোর্ডে পাশের হার কমে হয়েছে ৬৮ দশমিক ০৯ শতাংশ, যা আগের বছর ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। কারিগরি বোর্ডে পাশ করেছেন ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী, যেখানে গত বছর এ হার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। বরিশাল বোর্ডে সবচেয়ে কম পাশের হার দেখা গেছে মাত্র ৫৬ দশমিক ৩৮ শতাংশ, যেখানে গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। সিলেট বোর্ডে পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গতবার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

    ফলাফলের এই ধস নিয়ে শিক্ষা বোর্ড এবং বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশা করছে অভিভাবক ও শিক্ষার্থীরা। সিলেবাস, প্রশ্নের মান, মূল্যায়নের কৌশল ও শিক্ষার্থীদের মানসিক চাপ ইত্যাদি বিষয়গুলো এই ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031