এসপি পদায়নে মেধাবীরা বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে জেলাগুলোকে তিন ভাগে বিভক্ত করে পুলিশ সুপার (এসপি) পদায়নে লটারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, এসপি নিয়োগে প্রথমে মেধাবী কর্মকর্তাদের বেছে নেওয়া হয়েছে, কেউ বাদ পড়েননি; পরে কে কোন জেলায় যাবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা তিন শ্রেণিতে- এ, বি ও সি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে ১৮ জন এসপিকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং তাদের স্থলে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
ওসি পদায়নেও লটারি প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
বিআলো/শিলি



