এ আর প্রি-ক্যাডেট ইসলামিক একাডেমির দ্বি-বার্ষিকী পুরস্কার বিতরণ ও নবীনবরণ
জিল্লুর রহমান জুয়েল: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ আর প্রি-ক্যাডেট ইসলামিক একাডেমিতে সাফল্যের দ্বি-বার্ষিকী–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম (জসিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত, সূরাহ পাঠ, হামদ-নাত, গজল, ইংরেজি বক্তব্য ও বাংলায় হাদিস পরিবেশন করে।
উল্লেখ্য, ২০২৫ সালে গজালিয়া মোল্লা বাড়ির পাশে প্রতিষ্ঠিত এ আর প্রি-ক্যাডেট ইসলামিক একাডেমি অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীর মাধ্যমে আধুনিক পরিবেশে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ।
দ্বি-বার্ষিকী উপলক্ষে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ জিপিএপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও কৃতী শিক্ষকবৃন্দদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান কবির মাস্টার, মোঃ শহিদুল ইসলাম মাস্টার, মোঃ সালাম মাস্টার, সিনিয়র সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, মোঃ মোশাররফ খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অভিভাবক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস



