এ মুহূর্তে ঋণের সুদ কমানো বাস্তবসম্মত নয়: অর্থ উপদেষ্টা
বিআলো ডেস্ক: ব্যাংকিং খাত আগের চেয়ে স্থিতিশীল হলেও এখনই ঋণের সুদহার কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় সুদের হার কমানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা ছাড়া শুধু সরকারের একক উদ্যোগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও কঠিন। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, জনপ্রিয়তার চাপ নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই নীতি নির্ধারণ করা হয়। সব সিদ্ধান্তে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না এবং সেখানে ভুলের সম্ভাবনাও থাকে। নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কোন প্রতিষ্ঠানে কী ভূমিকা থাকবে তা অনিশ্চিত হলেও তিনি নিজেকে পুরোপুরি ব্যর্থ মনে করেন না। কিছু সিদ্ধান্তের ফল সামনে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে তিনি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিআলো/শিলি



