ঐকমত্য কমিশনের সুপারিশ ‘প্রতারণামূলক’: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছেন।
তিনি বলেছেন, যেসব বিষয়ে বিএনপি একমত ছিল না, সেই ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “আমাদের জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যার সইও রয়েছে। তারা যে বিষয়গুলোতে আমাদের মতের সঙ্গে একমত ছিলেন না, আমরা তা নোট অব ডিসেন্ট আকারে জানিয়েছিলাম। সেই নোটগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি, বুধবার কমিশন সুপারিশ প্রকাশের সময় সেই নোট অব ডিসেন্টগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এটা কীভাবে ঐকমত্য হতে পারে?”
তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। এই সুপারিশমালা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন।”
বিআলো/শিলি



