ঐক্যবদ্ধ থাকলে বন্দর–নগর হবে স্বপ্নের নারায়ণগঞ্জ:মাসুদুজ্জামান মাসুদ
বন্দরে কারা নির্যাতিত বিএনপি নেতাদের সংবর্ধনা
রাসেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর সিরাজউদ্দৌলা মাঠে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা ও থানা বিএনপির যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাসুদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, বন্দর ও নগরবাসী একই মায়ের সন্তান, তাই উন্নয়নও হওয়া উচিত সমন্বিত পরিকল্পনায়। তিনি জানান, সাধারণ মানুষের প্রধান সমস্যা গ্যাস, সুপেয় পানি ও সেতু, যা সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা।
তিনি বলেন, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি। কোন এলাকা আবাসিক, কোনটি বাণিজ্যিক, সব কিছু সুপরিকল্পিতভাবে সাজানোই আমাদের লক্ষ্য।
বন্দর এলাকার স্থাপিত সেতুকে ‘অকার্যকর’ উল্লেখ করে তিনি বলেন, বন্দরবাসীর জন্য কার্যকর সংযোগ স্থাপনে নতুন উদ্যোগ নিতে হবে।
কদম রসূল সেতু প্রকল্প নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই সেতু হবেই যেকোনো পরিস্থিতিতে।
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে নবীগঞ্জ গুদারাঘাট এলাকার স্থগিত প্রকল্পও বাস্তবায়ন করা হবে।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি বলেন, কেউ কেউ ফেসবুকে এগিয়ে থাকতে পারে, কিন্তু আমরা মানুষের কাছে এগিয়ে আছি। বিএনপি সবসময় জনমানুষের দল।
একই সঙ্গে তিনি দলের ভেতরের মতবিরোধ কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
বিআলো/এফএইচএস



